প্রার্থী রক্ষায় প্রতিরোধ বাহিনী

জেলা বিজেপি সভাপতি সুবীর নাগ বলেন, ‘‘ওখানে আমাদের দলীয় কর্মীরা একজোট হয়েছেন বলে খবর পেয়েছি। এটা ভাল উদ্যোগ। এ ভাবে তৃণমূলকে রোখা দরকার।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পোলবা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ০০:২৪
Share:

দলীয় প্রার্থীকে বাঁচাতে পোলবার মণিপুর গ্রামে প্রতিরোধ বাহিনী গড়লেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

Advertisement

মনোনয়ন পর্বের শুরু থেকে হুগলির নানা প্রান্তে বিরোধীদের উপরে হামলা, হুমকি, বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ ঘোষণার আগে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার পর্বেও আক্রান্ত হওয়ার আশঙ্কা করছিলেন বিরোধীরা। বুধবার রাতেই রাস্তার মধ্যে তাঁকে মনোনয়ন প্রত্যাহারের জন্য শাসকদলের হুমকি শুনতে হয়েছে বলে অভিযোগ মণিপুর গ্রামের বাসিন্দা, সংশ্লিষ্ট আকনা পঞ্চায়েতের বিজেপি প্রার্থী ঝুনু বাগের। তার পরেই তাঁকে রক্ষায় এবং গ্রামে শান্তি বজায় রাখতে প্রতিরোধ বাহিনী গড়ার সিদ্ধান্ত নেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার সকালে তাঁরা কয়েকজন হামলাকারীকে তাড়া করে গ্রামের বাইরে বের করে দেন বলে ওই বাহিনীর সদস্যদের দাবি।

মণিপুর গ্রামে ভোটদাতার সংখ্যা প্রায় ৩০০। গ্রামটি আদিবাসী অধ্যুষিত। ঝুনু বিজেপি প্রার্থী হওয়ার পর থেকেই বহিরাগত তৃণমূল সমর্থকেরা তাঁকে হুমকি দেওয়া শুরু করে বলে অভিযোগ। বুধবার রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তৃণমূলের বহিরাগত বাইক-বাহিনী তাঁকে ঘিরে মনোনয়ন প্রত্যাহার না-করলে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়েন ঝুনু। দলীয় কর্মী-সমর্থকদের সে কথা জানান। এর পরেই জনাপনেরো বিজেপি কর্মী-সমর্থক তির-ধনুক, বাঁশ, লাঠি নিয়ে গ্রাম পাহারার সিদ্ধান্ত নেন।

Advertisement

ঝুনু বলেন, ‘‘মনোনয়ন প্রত্যাহারের জন্য ওরা বারবার হুমকি দিচ্ছে। বুধবার রাতে গ্রামে বাইক-বাহিনী আসে। দলের লোকজন গ্রামবাসীদের নিয়ে তাই প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন।’’ ওই বাহিনীর বিজলি পাখিরা, বিমল রায়রা বলেন, ‘‘প্রার্থীর উপরে হামলা বরদাস্ত করব না। নির্বাচনে প্রতিটি দলেরই প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে। এই শান্ত গ্রামকে অশান্ত করার চেষ্টাকে ব্যর্থ করতেই আমরা একজোট হয়েছি। গ্রামবাসীদেরও পাশে পেয়েছি।’’ জেলা বিজেপি সভাপতি সুবীর নাগ বলেন, ‘‘ওখানে আমাদের দলীয় কর্মীরা একজোট হয়েছেন বলে খবর পেয়েছি। এটা ভাল উদ্যোগ। এ ভাবে তৃণমূলকে রোখা দরকার।’’

পুলিশ অবশ্য ওই প্রতিরোধ বাহিনীর কথা জানে না। ঝুনু হুমকি দেওয়ার অভিযোগও পুলিশকে জানাননি। তবে, জেলা পুলিশের এক কর্তা জানান, কেউ নিরাপত্তার অভাব বোধ করে পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

আকনা পঞ্চায়েতের বিদায়ী প্রধান, তৃণমূলের নির্মল ঘোষ বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ মানেননি। তিনি বলেন, ‘‘ওখানে কেন গ্রাম পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানা নেই। আমরা কেউ হামলা করতে যাইনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement