Suryakumar Yadav

বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে ভারতীয় দলে খারাপ খবর, ব্যাটিংয়ে শীর্ষস্থান হারালেন সূর্য

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন সূর্যকুমার যাদব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০০:২০
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে টি-টোয়েন্টিতে ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরে ছিলেন সূর্যকুমার যাদব। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন সূর্যকুমার।

Advertisement

নতুন ক্রমতালিকায় সূর্যকে টপকে এক নম্বরে উঠে এসেছেন ট্রেভিস হেড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া বিদায় নিলেও ব্যাট হাতে ভাল খেলেছেন হেড। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। সাতটি ইনিংসে ৪২.৫০ গড় ও ১৫৮.৩৮ স্ট্রাইক রেটে ২৫৫ রান করেছেন তিনি। দু’টি অর্ধশতরান করেছেন হেড। সেই কারণে ক্রমতালিকায় উঠেছেন তিনি।

সূর্য খারাপ না খেললেও হেডের মতো খেলতে পারেননি। ভারতীয়দের মধ্যে রানের তালিকায় তিন নম্বরে তিনি। ছ’টি ইনিংসে ২৯.৮০ গড়় ও ১৩৯.২৫ স্ট্রাইক রেটে ১৪৯ রান করেছেন তিনি। দু’টি অর্ধশতরান রয়েছে সূর্যেরও।

Advertisement

অলরাউন্ডারদের ক্রমতালিকায় উপরে উঠেছেন হার্দিক পাণ্ড্য। বিশ্বকাপে ১১৬ রান ও ৮ উইকেটের সৌজন্যে তিন নম্বরে উঠেছেন তিনি। খারাপ খেলায় নেমেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোয়নিস। তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসরঙ্গ। বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। দু’নম্বরে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement