Lal Krishna Advani

লালকৃষ্ণ আডবাণী দিল্লি এমসে ভর্তি, বয়সজনিত সমস্যা, জানালেন চিকিৎসকেরা

২০২৪ সালের শুরুতেই ভারত সরকারের তরফ থেকে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়। শারীরিক ভাবে দুর্বল হওয়ায় আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০০:৩১
Share:

লালকৃষ্ণ আডবাণী। —ফাইল চিত্র।

হাসপাতালে ভর্তি করানো হল প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে। দিল্লি এমসে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত সমস্যা রয়েছে তাঁর। ৯৬ বছর বয়সি আডবাণীকে বর্তমানে দিল্লি এমসের বার্ধক্য বিভাগে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। ঠিক কী সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা এখনও জানা যায়নি।

Advertisement

২০২৪ সালের শুরুতেই ভারত সরকারের তরফ থেকে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়। শারীরিক ভাবে দুর্বল হওয়ায় আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে লালকৃষ্ণ আডবাণীর জন্ম। ১৯৮০ সাল থেকে তিনি বিজেপির সভাপতি পদে ছিলেন। প্রায় তিন দশক লম্বা রাজনৈতিক কেরিয়ারে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন আডবাণী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement