বিক্ষোভ কলেজে

ভর্তি নিয়ে বেনিয়মের অভিযোগ

মেধা তালিকার বাইরে ছাত্রী ভর্তি নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার শ্রীরামপুর গার্লস কলেজে বিক্ষোভ দেখাল টিএমসিপি। অধ্যক্ষকে ঢুকতে বাধা দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০১:৫৩
Share:

শ্রীরামপুর গার্লস কলেজে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

মেধা তালিকার বাইরে ছাত্রী ভর্তি নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার শ্রীরামপুর গার্লস কলেজে বিক্ষোভ দেখাল টিএমসিপি। অধ্যক্ষকে ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। কলেজ সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার ভর্তি নেওয়ার শেষ দিন ছিল। আসন সংখ্যার বাইরে অতিরিক্ত কিছু ছাত্রীকেও ভর্তি নেওয়া হয়েছে। সবটাই নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়েছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। টিএমসিপি-র অবশ্য অভিযোগ, আদতে কোনও নিয়ম মেনে ভর্তি নেওয়া হয়নি। ছাত্রী সংসদের ক্ষমতায় থাকা ডিএসও-র কথা শুনে ভর্তি নেওয়া হয়েছে। এ দিন, টিএমসিপি-র নেতৃত্বে বেশ কিছু মেয়ে ভর্তির জন্য কলেজে আসেন। কলেজ কর্তৃপক্ষ জানান, এখন তাঁদের ভর্তি নেওয়া যাবে না।

Advertisement

বিক্ষোভকারীদের দাবি, ওই ছাত্রীদের ভর্তি নিতেই হবে। অধ্যক্ষা সোমা রায়ের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় তাঁদের। টিএমসিপি কর্মী কিছু যুবকও বিক্ষোভে সামিল হন। এর জেরে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পুলিশ এসে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। মেয়েদের কলেজে ঢুকে বিক্ষোভ দেখানোয় টিএমসিপি কর্মী দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। টিএমসিপি নেত্রী সুস্মিতা ঘোষের অভিযোগ, ‘‘টিএমসিপি করে বলে অনেক ছাত্রীকে ভর্তি নেওয়া হয়নি। এটা ঠিক হয়নি।’’ ডিএসও নেত্রী মৌমিতা দাস বলেন, ‘‘সকলকে ভর্তি নিতে হবে এই দাবিতে আমরাই আন্দোলন করছিলাম। আজ হঠাৎ টিএমসিপির কিছু ছেলেমেয়ে কলেজে এসে বিশৃঙ্খলা করল। এতে ভর্তি প্রক্রিয়াও ব্যাহত হয়েছে।’’ অধ্যক্ষা বলেন, ‘‘অনিয়ম হয়নি। অতিরিক্ত ছাত্রী ভর্তির দাবি থাকতেই পারে। কিন্তু কলেজে সেই পরিকাঠামো নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement