হাওড়ায় গুলি চালানোয় অভিযুক্ত গ্রেফতার

এর মধ্যে আকাশ কথা বলতে গেলে সুবীর আচমকাই প্যান্টের পকেট থেকে রিভলভার বার করে গুলি চালিয়ে দেয়। গুলিটি আকাশের পেটের ডান দিকে লেগে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। সুবীর পালিয়ে যায়। পরের দিন আকাশের ভাই বিকাশ জয়সওয়াল হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Advertisement

 নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ০৩:১৩
Share:

প্রতীকী চিত্র।

হাওড়ার দুধগলিতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হল এক যুবককে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার মন্দিরতলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সুবীর দাস। সে মল্লিকফটক এলাকার বাসিন্দা।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ১৪ অগস্ট রাত সাড়ে দশটা নাগাদ হাওড়া থানা এলাকার মহেন্দ্রনাথ রায় লেনের একটি পানের দোকানের সামনে আকাশ জয়সওয়াল নামে এক যুবক এক তরুণীর সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ে সেখানে পান কিনতে আসে অভিযুক্ত সুবীর। পুলিশের বক্তব্য, আকাশ যে তরুণীর সঙ্গে কথা বলছিলেন, তিনি সুবীরের বান্ধবী। তাঁকে অত রাতে রাস্তায় দাঁড়িয়ে আকাশের সঙ্গে কথা বলতে দেখে উত্তেজিত হয়ে ওঠে সুবীর। বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায় তার। এর মধ্যে আকাশ কথা বলতে গেলে সুবীর আচমকাই প্যান্টের পকেট থেকে রিভলভার বার করে গুলি চালিয়ে দেয়। গুলিটি আকাশের পেটের ডান দিকে লেগে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। সুবীর পালিয়ে যায়। পরের দিন আকাশের ভাই বিকাশ জয়সওয়াল হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে।

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দফতর এবং হাওড়া থানা যৌথ অভিযান চালায় শিবপুরের মন্দিরতলা এলাকায়। সেখানেই ধরা পড়ে যায় সুবীর। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারা এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে। তবে পুলিশ তার কাছ থেকে কোনও রিভলভার পায়নি। কোথায় সেই রিভলভার রয়েছে, তার খোঁজ চালানো হচ্ছে। শুক্রবার অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতের

Advertisement

নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement