সাঁকরাইলে কাপড় কলে আগুন। নিজস্ব চিত্র।
রবিবার বিকাল সাড়ে ৫ নাগাদ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয় গেল সাঁকরাইলের পোড়ামিল এলাকার কাপড় কলের একাংশ। কারখানার যে অংশে আগুন লাগে সেখানে গেঞ্জি ও কাপড় মজুত ছিল। খবর পেয়ে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় সূত্রের খবর, মজুত ঘর থেকে ধোঁয়া বেরতে দেখে কারখানার কর্মীরাই খবর দেন দমকলে। দমকল এসে পৌঁছনোর আগেই আগুন কারখানার অন্য অংশেও ছড়িয়ে পড়ে। শুকনো কাপড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাইরে থেকে আগুনের শিখা সেই সঙ্গে কালো ধোঁয়া বেরতে দেখা যায়।
আগুন লাগার খবর পেয়ে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। আগুন নিভলে মজুত ঘরে গিয়ে দেখা যায় কাপড় এবং গেঞ্জি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। কারখানা কর্তৃপক্ষের দাবি কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।