—নিজস্ব চিত্র।
১২ জানুয়ারী, স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস তথা ৪০তম জাতীয় যুব দিবস উপলক্ষে উৎসবের আবহ বেলুড় মঠে। ভোরে প্রতি দিনের মতো মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়। মূল মন্দিরের পাশে অস্থায়ী ভাবে নির্মিত মণ্ডপে সকাল ৮টা থেকে শুরু হয় নানা ধর্মীয় অনুষ্ঠান— বৈদিক মন্ত্রচারণে উদ্বোধনী সঙ্গীত, বিবেকানন্দ বিষয় নানা বক্তৃতা, যোগব্যায়াম প্রদর্শনী। সকাল থেকেই রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান-সহ বিভিন্ন স্কুল ও ক্লাব থেকে স্বামীজির প্রতিকৃতি-সহ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বেলুড় মঠে আসেন ভক্তেরা। তাঁরা শ্রীরামকৃষ্ণদেবের মূল মন্দিরে প্রণাম করে স্বামীজির মন্দিরে প্রণাম নিবেদন করে বেলুড় মঠ চত্বর প্রদক্ষিণ করেন। তার পর মন্দিরের পাশে অস্থায়ী ভাবে নির্মিত মণ্ডপে বসে অনুষ্ঠান দেখেন। পরিষেশে প্রসাদ নিয়ে বাড়ি ফেরেন। এই বিশেষ দিনটিতে স্বামীজিকে শ্রদ্ধা জানানোর জন্য দূরদুরান্ত থেকে বহু ভক্ত আসে বেলুড় মঠে।