Sexual Violence

Hooghly: কম্পিউটার শেখাতে নাবালিকাকে বাড়িতে ডেকে যৌন নির্যাতন! হুগলিতে ধৃত ‘শিক্ষক’

নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতেই সুরজের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২২ ২০:৫৭
Share:

প্রতীকী ছবি।

কম্পিউটার শেখানোর নামে নাবালিকাকে বাড়িতে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বছর নয়ের ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার হুগলির উত্তরপাড়ায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, উত্তরপাড়ার ৬৭ শ্রীরাম পল্লিতে নিজদের আবাসনের নীচের তলায় কম্পিউটার শেখে ওই নাবালিকা। তাকে কম্পিউটার শেখায় সুরজ শা নামে এক যুবক। সুরজ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা। হুগলির মাখলা এলাকায় থাকে তার দিদি-জামাইবাবু। সেখানেই নাবালিকাকে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুরজের বিরুদ্ধে।

নাবালিকার পরিবার পুলিশকে জানিয়েছে, কম্পিউটার শেখানোর নাম করে দুপুর নাগাদ মেয়েকে মাখলার ফ্ল্যাটে ডাকেন সুরজ। মেয়েও যায় সেখানে। কিন্তু বাড়ি ফিরতে দেরি হওয়ায় সুরজের দিদির বাড়িতে নাবালিকাকে আনতে গিয়ে নাবালিকার দিদিমা দেখেন, কাঁদতে কাঁদতে নীচে নেমে এসেছে তাঁর নাতনি। এর পরেই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা।

Advertisement

ওই অভিযোগের ভিত্তিতেই সুরজের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রেই খবর, রবিবার ধৃতকে আদালতে তোলা হবে। সুরজের জামাইবাবু বলেন, ‘‘অভিযোগ যদি সত্যি হয়, তা হলে ওর শাস্তি হওয়া উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement