সিঙ্গুরের সেই ভেড়ি। ফাইল চিত্র।
ভূমি রাজস্ব দফতরের হস্তক্ষেপে হুগলির সিঙ্গুরে মঙ্গলবার সাময়িক ভাবে থমকে গেল ভেড়ি খননের কাজ। ভূমি এবং ভূমি রাজস্ব দফতরের এক আধিকারিক ঘটনাস্থলে গিয়ে সাময়িক ভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে অবশ্য ভেড়ি খননের কাজ শুরু হয়।
মঙ্গলবার সিঙ্গুরে যান সিঙ্গুর ব্লকের রাজস্ব আধিকারিক সাধনা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ওই জমিতে মাটি কেটে ভেড়ি তৈরি করার জন্য সিঙ্গুর ভূমি এবং ভূমি রাজস্ব দফতর থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। সাধনার কথায়, ‘‘আমাদের কাছে খবর ছিল না। সে জন্যই বিষয়টি খতিয়ে দেখতে এসেছি। জমির মালিক বলেছেন, সেচ দফতরের অনুমতি নিয়ে করছেন। হয়তো ওঁরা জানেন না। ওঁরা আইনি প্রক্রিয়া মেনেই কাজ করবেন। তবে কাজটা আপাতত বন্ধ করতে বললাম। ওঁদের কাজ সঠিক হলে ওঁরা ফের তা শুরু করবেন।’’
গোপালনগর মৌজার কৃষক বনমালী মাইতি ওই ভেড়ি তৈরি করছেন। তাঁর কথায়, ‘‘ম্যাডাম এসেছিলেন। ওঁর কাছে কাগজপত্র পৌঁছয়নি। আমি ওই নথি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। উনি তা পেয়ে গেলেই আমরা কাজ শুরু করব আমরা আইনি পথেই এগোচ্ছি। সরকারি দফতরের যারা বরাত পেয়েছে তাদের ভুলচুক হতে পারে।’’
শেষ পর্যন্ত ফের ভেড়ি খননের কাজ শুরু হয়। ঘণ্টাখানেক ওই কাজ বন্ধ ছিল। সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুধকুমার ধাড়ার বক্তব্য, ‘‘সমস্ত কাগজপত্র দেখানো হয়েছে তাঁদের। সরকারি অনুমতিপত্রও রয়েছে। বিএলআরও দফতরেরও অনুমতিও আছে। ভেড়ির কাজ চালু হয়েছে বলে খবর পেয়েছি।’’