নিজস্ব চিত্র
অ্যাম্বুল্যান্সের মধ্যেই সন্তান প্রসব করলেন মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়ায়। বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুঁইপাড়া গ্রামের বাসিন্দা সুতপা ভট্টাচা়র্যের বৃহস্পতিবার রাতেই প্রসব বেদনা ওঠে। শুক্রবার সকালে তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুল্যান্সে করে। বাড়ি থেকে কিছুটা যাওয়ার পরই অ্যাম্বুল্যান্সের মধ্যেই কন্যাসন্তান প্রসব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বিএমওএইচ মহম্মদ হোসেন বলেন, ‘‘সময়ের আগেই প্রসব হওয়ার কারণেই চুঁচুড়া হাসপাতালে মা ও শিশুকে স্থানান্তরিত করা হয়েছে। শিশুটিকে এসএনসি ইউনিটে রাখা হয়েছে। আপাতত মা ও সদ্যোজাত ভাল রয়েছে।’’
তিনি আরও জানান, নবজাতকের ওজন হয়েছে ১ কিলো ৮০০ গ্রাম।