TMC

দেওয়াল লিখন ঘিরেও রেষারেষি, ডানকুনিতে মুখোমুখি সিপিএম-বিজেপি

স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে সিপিএম-এর দখলে থাকা দেওয়ালের পদ্ম ফুল এঁকে দেয় কেউ বা কারা।

Advertisement
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৫
Share:

দেওয়াল পুনর্দখল চলছে। —নিজস্ব চিত্র।

দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা ডানকুনিতে ডানকুনি পুরসভার নয় নম্বর ওয়ার্ডে। রাতের অন্ধকারে সেখানে বিজেপির লোকজন সিপিএম-এর দেওয়ালের দখল নেয় বলে অভিযোগ। সকালে তা দেখতে পেয়ে মুছে দেন সিপিএম কর্মীরা। তাই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে সিপিএম-এর দখলে থাকা দেওয়ালের পদ্ম ফুল এঁকে দেয় কেউ বা কারা। সকালে তা দেখতে পেয়ে আঁকা মুছে দেন সিপিএম-এর লোকজন। তাঁদের বাধা দিতে ছুটে আসে বিজেপি। তা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তোজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে। দু’পক্ষকেই এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ।

ডানকুনি মণ্ডল সভাপতি সুকান্ত মাঝির দাবি, ‘‘ক্লাবের দেওয়ালে সিপিএম-তৃণমূলের লেখা রয়েছে। মাঝের ফাঁকা জায়গায় প্রতিকচিহ্ন আঁকা নিয়ে সমস্যা দেখা দেয়। সিপিএম-এর ডানকুনি পুরসভার প্রাক্তন কাউন্সিলর মনোজ গায়েনের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই দেওয়াল প্রচারের কাজে ব্যবহার করে আসছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement