মন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে চলছে টিকাকরণ। নিজস্ব চিত্র।
জগদ্ধাত্রী পুজো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে চন্দননগরের পুজো কমিটির সদস্যদের টিকা দেওয়ার কাজ শুরু হল। বুধবার চন্দননগরের রবীন্দ্র ভবনে তথ্যসংস্কৃতি এবং পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে ৫০০-র বেশি মানুষকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। আগামী দিনেও চলবে এই কর্মসূচি। মন্ত্রী জানিয়েছেন, চন্দননগর বিধানসভা এলাকার ১৬৬টি ক্লাবের সদস্যদের টিকা দেওয়া হবে। আগামী তিন দিনে ধাপে ধাপে প্রায় ১ হাজার ৭০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
চন্দননগরের রবীন্দ্র ভবনে টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ, চন্দননগরের মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত, চন্দননগর পুরনিগমের কমিশনার স্বপন কুণ্ডু-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই কর্মসূচি নিয়ে ইন্দ্রনীল বলেছেন, ‘‘চন্দননগর আলোর শহর। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এখানকার জগদ্ধাত্রী পুজো দেখতে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে পুজো কমিটির সদস্যদের টিকা দেওয়া হচ্ছে। এ সবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা। আগামী তিন দিন ধরে এই টিকাকরণ কর্মসূচি চলবে।’’
সরকাররে এই উদ্যোগে খুশি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোক্তারা। এক উদ্যোক্তা বলেছেন, ‘‘কেন্দ্রীয় পুজো কমিটির তরফ থেকে আমরা আবেদন করেছিলাম। বিধায়ক উদ্যোগে টিকাকরণ হচ্ছে। আমরা খুশি। আশা করি পুজোর আগে সকলের দ্বিতীয় টিকা নেওয়া হয়ে যাবে।’’