নিজস্ব চিত্র
হাওড়া জেলা সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সনাতন দাস (৩২)। মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী দীর্ঘদিন সাজাপ্রাপ্ত অবস্থায় সংশোধনাগারে রয়েছেন। হঠাৎ করে তাঁর মৃত্যু স্বাভাবিক নয়। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ডোমজুড় থানার পুলিশ ‘মাদক বিরোধী আইন’-এ গ্রেফতার করে আন্দুল মহিয়ারির বাসিন্দা সনাতনকে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। গ্রেফতারির পর প্রায় ২০ মাস তিনি হাওড়া সংশোধনাগারে বন্দি। তাঁর বিচার চলছে।
সোমবার সকালে সনাতন দাসের স্ত্রী খবর পান, তাঁর স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর পেয়ে তাঁর স্ত্রী কুসুম দাস হাসপাতালে যান। গিয়ে শোনেন তাঁর স্বামী মারা গিয়েছেন। এর পরেই তিনি পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ হন। হাওড়ার জেলাশাসককে তাঁর আইনজীবী ই-মেলে লিখিত অভিযোগ করেন। কুসুম দাসের অভিযোগ, তাঁর স্বামীর মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত হোক। হাওড়া জেলা সংশোধনাগার সূত্রে জানানো হয়েছে, নিয়ম মেনে দেহের ময়নাতদন্তের পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।