UCO bank

UCO Bank: গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ! গ্রেফতার ইউকো ব্যাঙ্কের ম্যানেজার

সপ্তাহ খানেক আগে ইউকো ব্যাঙ্কে জোনাল অফিস থেকে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভদ্রেশ্বর শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ০২:৩৩
Share:

ইউকো ব্যাঙ্ক

কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার এক দালাল-সহ হুগলির ভদ্রেশ্বরে ইউকো ব্যাঙ্কের শাখার ম্যানেজার।

Advertisement

ধৃতের নাম ব্যাঙ্ক ম্যানেজারের নাম সৌমিত্র মির্দ্দা (৫৭)। সপ্তাহ খানেক আগে ইউকো ব্যাঙ্কে জোনাল অফিস থেকে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ফিক্সড ডিপোজিট, বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের নামে গ্রাহকদের টাকা আত্মসাৎ করা হয়।

আর্থিক তছরুপের বিষয়টি নজরে আসতে নিজেদের মতো করে তদন্ত করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বরখাস্ত করা হয় ম্যানেজারকে। এর পরেই ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। ভদ্রেশ্বর থানার পুলিশ ব্যাঙ্ক ম্যানেজারকে তাঁর বৈদ্যবাটির বাড়ি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে। শুক্রবার ধৃতকে চন্দননগর আদালতে তোলা হয়। আর্থিক তছরুপ-কাণ্ডে আর কারা জড়িত, তা জানতে জেরা করা হয় সৌমিত্রকে। জেরার পর সৌরভ বিশ্বাস নামে আর এক দালালকেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ধৃতদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চন্দননগর আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement