West Bengal Panchayat Election 2023

আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগে হাওড়ায় নির্দল প্রার্থীর স্বামী-সহ দু’জন ধৃত

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম হেমন্ত নাথ এবং সুদীপ সিংহ। হেমন্তের স্ত্রী রুমা নাথ এ বার বালি জগাছা ব্লকের অন্তর্গত দুর্গাপুর-অভয়নগর-২ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ২৩:২১
Share:

নিজস্ব চিত্র।

আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগে হাওড়ায় গ্রেফতার এক নির্দল প্রার্থীর স্বামী-সহ মোট দু’জন। মঙ্গলবার তাঁদের গ্রেফতার করে নিশ্চিন্দা থানার পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে বুধবার ধৃতদের হাওড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম হেমন্ত নাথ এবং সুদীপ সিংহ। হেমন্তের স্ত্রী রুমা নাথ এ বার বালি জগাছা ব্লকের অন্তর্গত দুর্গাপুর-অভয়নগর-২ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুমা বরাবর এলাকায় তৃণমূলের কর্মী বলেই পরিচিত। কিন্তু এই পঞ্চায়েত ভোটে দল তাঁকে প্রার্থী না করায় তিনি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রুমার দাবি, তিনি নির্দল হিসাবে দাঁড়ানোর পর থেকেই তৃণমূলের লোকেরা তাঁকে হুমকি দিতে শুরু করেন। পুলিশকে এ ব্যাপারে জানিয়েও সুরাহা হয়নি বলেও অভিযোগ করেছেন রুমা। তিনি বলেন, ‘‘শাসানি-ধমকানিতে কাজ না হওয়ায় শাসকদলের মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ আমরা স্বামী এবং এক ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে।’’

তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। দলের অঞ্চল সভাপতি কল্যাণ দাস বলেন, ‘‘নির্দল প্রার্থী এলাকার মানুষদের ভুল বোঝাচ্ছে। ভয় দেখাচ্ছে। ভোটের পর দেখে নেওয়ার হুমকিও দিচ্ছে। এই নিয়ে থানায় অভিযোগ জানানোর পরেই প্রশাসন ধরপাকড় শুরু করেছে। এটা তারই অঙ্গ হতে পারে।’’

Advertisement

নির্দল প্রার্থী এই অভিযোগের প্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশের ডিসি (উত্তর) অনুপম সিংহ বলেন, ‘‘দু’জনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। এর পরেই তাঁদের গ্রেফতার করা হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement