water

Turbid Water in Hooghly: এখনও কল খুললে পড়ছে ঘোলা জল, টিউবওয়েলই ভরসা হুগলির বেশ কিছু পুরসভার বাসিন্দার

গত দু’দিনের মত মঙ্গলবারও গঙ্গার জলের রঙের পরিবর্তন হয়নি। তবে গত দু’দিনের তুলনায় পুরসভার জল কিছুটা পরিষ্কার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৭:২১
Share:

পুরসভার জলাধারে ঘোলা জল নিজস্ব চিত্র।

পুরসভার কল থেকে ঘোলা জল পড়ার পরিমাণ কমলেও এখনও স্বচ্ছ জল পাওয়া যাচ্ছে না। ফলে হুগলির বেশ কিছু পুরসভায় টিউবওয়েলই ভরসা সাধারণ মানুষের। কেউ কেউ অবশ্য জল কিনে খাচ্ছেন। কবে সমস্যার সমাধান হবে তা এখনও বলতে পারছেন না পুর আধিকারিকরা।

Advertisement

গত দু’দিনের মত মঙ্গলবারও গঙ্গার জলের রঙের পরিবর্তন হয়নি। তবে গত দু’দিনের তুলনায় পুরসভার জল কিছুটা পরিষ্কার হয়েছে। যদিও সেই জল পান করার ক্ষেত্রে ঝুঁকি আছে বলে পুরসভাগুলি বিকল্প পাম্প চালিয়ে পানীয় জল সরবরাহ করছে। হুগলির চুঁচুড়া পুরসভার জলকল বিভাগের দায়িত্বে থাকা সঞ্জীব মিত্র বলেন, ‘‘কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা দ্রুত কাজ করছেন। এর আগে শহরবাসী ভাল জল পেয়েছেন। আমরা সাধ্যমত চেষ্টা করছি যত স্বচ্ছ জল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। প্রকল্পের কর্তাদের কাছে আমরা অনুরোধ করেছি দু-তিন ঘণ্টা পাম্প বন্ধ রাখতে। এই সময় পুরসভা তার নিজস্ব পাম্পগুলিকে সক্রিয় রাখবে।’’

Advertisement

শ্রীরামপুরে অনেকেই জল কিনে খাচ্ছেন। টিউবওয়েল থেকে জল নেওয়ার প্রবণতা বে়ড়েছে। শ্রীরামপুরের পুর-প্রশাসক মণ্ডলীর সদস্য সন্তোষ সিংহ বলেন, ‘‘জলের সমস্যা অনেকটাই মিটেছে। আশা করা হচ্ছে, বুধবার সমস্যা মিটে যাবে। জল পরিশোধন করতে সময় লাগছে বলে জলের সরবরাহ স্বাভাবিকের থেকে কম আছে।’’ শ্রীরামপুরে বাসিন্দা জয়দেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘সোমবার ঘোলা জল বেরিয়েছে। মঙ্গলবার একটু ভাল জল পাওয়া গিয়েছে। তবে পানীয় জলের জন্য টিউবওয়েলই এখন ভরসা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement