রেললাইনে ফাটলের জেরে ব্যাহত পরিষেবা। প্রায় ২ ঘণ্টা দেরিতে চলছে একাধিক ট্রেন। —নিজস্ব চিত্র।
হুগলির তারকেশ্বরে কৈকালা স্টেশনের কাছে রেললাইনে ফাটল। মেরামতির জন্য শনিবার সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় অবশ্য রেলপথ সারানোর পর আবার ট্রেন চলাচল একটু একটু করে স্বাভাবিক হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে তারকেশ্বর-হাওড়া ডাউন ট্রেন ছাড়ে ৫টা ৫০ মিনিট নাগাদ। ওই ট্রেনটি কৈকালা স্টেশন ছাড়ার পরই দু’টি পাতের মাঝখানের ফাঁক বড় হয়ে লাইনে ফাটল দেখা যায়। খবর পেয়ে তড়িঘড়ি রেল কর্মীরা ঘটনাস্থলে যান। শুরু হয় লাইন মেরামতের কাজ।
যদিও হাওড়া তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে খবর। তবে তারকেশ্বর হাওড়া ডাউন লাইনে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচলে ব্যাহত থাকে। সকাল সাড়ে ৭টার পর ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও হাওড়া তারকেশ্বর ডাউন লাইনে এখনও দেরিতে চলছে একাধিক ট্রেন। রেল সূত্রে খবর, ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।