Anjan Dutt

শেষ বয়সে দর্শককে একটু বিনোদনের খোরাক জোগাতে চাই: অঞ্জন দত্ত

নিজের সৃষ্ট গোয়েন্দাকে এ বারে বড় পর্দায় নিয়ে আসতে চলেছেন অঞ্জন দত্ত। ‘রিভলভার রহস্য’ ছবির নেপথ্যকাহিনি শোনালেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৯:১৮
Share:

‘রিভলভার রহস্য’ ছবি নিয়ে বড় পর্দায় আসছেন অঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত।

মাঝে তৈরি করেছিলেন দু'টি সিরিজ়। আপাতত ৩ বছর পর আবার বড় পর্দায় ছবি নিয়ে আসছেন অঞ্জন দত্ত। এ বারে তাঁর বাজি গোয়েন্দা সুব্রত শর্মা। যে গোয়েন্দা তৈরি হয়েছে অঞ্জনের কলম থেকেই। সুব্রতকে পরিচালক প্রথমে হাজির করেছিলেন ওয়েব সিরিজ়ে। এ বার ‘রিভলভার রহস্য’ ছবিতে। ট্রেলার মুক্তির পর অঞ্জন বলছিলেন, ‘‘এ বারের বইমেলায় আমার নতুন বই বার হচ্ছে। সুব্রতকে নিয়ে সেখানে থাকছে তিনটে গল্প। শেষ গল্পটা নিয়েই এই ছবি।’’

Advertisement

ছবিতে রয়েছে ভূতের প্রসঙ্গ। রয়েছে গান। গোয়েন্দা ছবিতে যা নতুনত্ব হাজির করবে বলেই অঞ্জনের বিশ্বাস। তাঁর কথায়, ‘‘আমি থ্রিলার বানিয়ে ক্লান্ত! শেষ বয়সে এসে দর্শককে একটু ভূত, গোয়েন্দা, গান— সব মিলিয়ে বিনোদনের প্যাকেজ উপহার দিতে চাই। তাই এই ছবি।’’

প্রসঙ্গত, সুব্রতর চরিত্রে অভিনয় করছেন সুপ্রভাত দাস। তাঁকে দেখেই অঞ্জন নিজের গোয়েন্দাকে তৈরি করেছিলেন। পরিচালকের কথায়, ‘‘ব্যোমকেশ বা ফেলুদা পড়তে ভাল লাগে। কিন্তু বাস্তবে সমস্যায় পড়লে মানুষ তো আগে পুলিশের কাছেই যাবে। সুব্রতও কিছুটা সেই বাস্তবতা থেকে উঠে এসেছে।’’ অঞ্জন আরও খোলসা করেন, ‘‘সুপ্রভাতকে নিয়ে যখন শ্রীকান্ত করতে চাইলাম, দেখলাম, চারদিকে শ্রীকান্ত তৈরি হচ্ছে! তাই ওকে নিয়ে শেষে গোয়েন্দা গল্পের দিকে এগোই।’’

Advertisement

ওয়েব সিরিজ়ের পর ছবিতে সুব্রতর আগমনে খুশি সুপ্রভাত। বললেন, ‘‘আমি প্রথমে স্যরকে রুদ্র সেনকে নিয়ে গল্প লিখতে অনুরোধ করি। পরে দেখলাম উনি সুব্রতকে তৈরি করলেন। মজার বিষয়, বইয়ের খসড়ার উপরে যে ছবিটি ছিল তার সঙ্গে আমার চেহারা মিলে যায়।’’ তাঁর মতে, সুব্রত ঠিক তথাকথিত গোয়েন্দা নয়। অভিনেতার কথায়, ‘‘পাড়ায় ক্রিকেট খেলতে ভালবাসে। মানুষের বিপদে পাশে দাঁড়ায়। আবার প্রেমেও পড়ে।’’

ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, নীল মুখোপাধ্যায়, সুদীপা বসু, শোয়েব কবীর প্রমুখ। ছবি মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement