Serampore

জড়িয়ে শহরের নামকরণের ইতিহাস, শ্রীরামপুরে রাম মন্দির সংস্কারে উদ্যোগী কল্যাণ

মঙ্গলবার শ্রীরামপুরের ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডে জন সংযোগে বেরিয়েছিলেন কল্যাণ। সেখানে ইন্ডিয়া জুট মিলের কাছে শহরের অন্যতম প্রাচীন মন্দিরে পুজো দেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪১
Share:

মন্দিরে পুজো কল্যাণ বন্দ্যেপাধ্যায়ের। নিজস্ব চিত্র

হুগলির শ্রীরামপুরে জরাজীর্ণ প্রাচীন মন্দির সংস্কারে উদ্যোগী হলেন স্থানীয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শহর জন সংযোগে বেরিয়ে মন্দির কর্তৃপক্ষকে সংস্কারের আশ্বাস দিয়েছেন ওই তৃণমূল সাংসদ।

Advertisement

মঙ্গলবার শ্রীরামপুরের ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডে জন সংযোগে বেরিয়েছিলেন কল্যাণ। সেখানে ইন্ডিয়া জুট মিলের কাছে শহরের অন্যতম প্রাচীন মন্দিরে পুজো দেন তিনি। পুরোহিতের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে মন্দিরটি জীর্ণ। বর্তমানে মন্দিরটির ছাদ চুঁয়ে জল পড়ছে। বেশ কিছু জায়গায় চাঙড়ও খসে পড়ছে। এর পর সাংসদ রাজ্য সরকারের ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে মন্দির সংস্কারের আবেদন করতে পরামর্শ দেন কর্তৃপক্ষকে। এ-ও জানান, ওই কর্মসূচির মাধ্যমে অর্থ বরাদ্দে সমস্যা হলে, তিনি নিজেই মন্দির সংস্কার করে দেবেন।

কথিত আছে, ওই প্রাচীন রাম মন্দিরের নামেই শ্রীরামপুর শহরের নামকরণ। স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্রীরামপুরে দিনেমারদের আগমনের অনেক আগেই তৈরি হয়েছিল ওই মন্দিরটি। মঙ্গলবার কল্যাণের আশ্বাসে খুশি স্থানীয় বাসিন্দারা।

Advertisement
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement