attack

TMC: বাড়িতে ঢুকে মহিলার ছবি তোলার প্রতিবাদ করায় তৃণমূল নেতাকে তলোয়ারের কোপ!

শতাধিক তৃণমূলকর্মী অভিযুক্ত রাজেশ গুপ্তের বাড়ি ঘেরাও করেন। ভাঙচুরও চলে। খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৭:০৫
Share:

হাসপাতালে ভর্তি জখম অরূপ দাস। নিজস্ব চিত্র

বাড়িতে ঢুকে গোপনে মহিলার ছবি তুলছিলেন এক যুবক। সেই ঘটনার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ মারা হল তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক সদস্যকে। শনিবার এই ঘটনা ঘটেছে হুগলির খানাকুল এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার খানাকুলের হেলান এলাকায় একটি বাড়িতে ঢুকে মোবাইলের ক্যামেরায় এক মহিলার ছবি তোলেন রাজেশ গুপ্ত নামে স্থানীয় যুবক। এ নিয়ে স্থানীয় মহিলারা রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরী দাসের স্বামী তথা খানাকুল পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ দাসের কাছে নালিশ করেন। নালিশ শুনে শনিবার সকালে রাজেশের বাড়িতে যান অরূপ। রাজেশকে এমন কাজ করতে নিষেধ করেন অরূপ। অভিযোগ, আচমকা অরূপের উপর তলোয়ার নিয়ে চড়াও হয় রাজেশ এবং তার পরিবারের অন্য সদস্যেরা। তলোয়ারের আঘাতে জখম হন অরূপ। তাঁকে খানাকুল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

ঘটনার জেরে শতাধিক তৃণমূল কর্মী অভিযুক্ত রাজেশের বাড়ি ঘেরাও করেন। ভাঙচুরও চলে। খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজেশকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement