—নিজস্ব চিত্র।
বিষ মেশানো খাবার খাইয়ে এক সঙ্গে তিনটি বাঘরোলকে হত্যার ঘটনায় প্রভাস পাত্র ও প্রতাপ পাত্র নামে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বনদপ্তর। দুই ভাই এখনও অধরা। খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, শনিবার এ কথা ঘোষণা করা হল বন দফতরের তরফে।
তিন বাঘরোলের দেহ ময়নাতদন্তের রিপোর্ট বনদফতরের হাতে পৌঁছেছে। জানা গিয়েছে, বিষক্রিয়াতেই বাঘরোলগুলির মৃত্যু হয়েছে। বন দফতরের উলুবেড়িয়ার রেঞ্জার রাজেশ মুখোপাধ্যায় বলেন, ‘‘দুই অভিযুক্তের খোঁজ দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে।’’
গত বুধবার রাতে বাগনানের কালিকাপুর এলাকায় রাস্তার পাশে তিনটি বাঘরোলের দেহ উদ্ধার হয়। দড়ি বাঁধা ছিল তাদের পায়ে। স্থানীয়েরাই বন দফতরকে খবর দেয়।
এর পর প্রাথমিক অনুসন্ধান চালিয়ে জানা যায়, প্রভাস ও প্রতাপ এই কাজ করেছে। এই ঘটনায় পর এলাকায় সচেতনতা প্রচার শুরু করেছে বন দফতর। আগামী দিনে তারা আরও প্রচার চালানো হবে বলে জানিয়েছেন রাজেশ। বাঘরোল হত্যার ঘটনায় সরব হয়েছে পরিবেশ সংগঠনগুলিও। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন, ‘‘এটা অত্যন্ত জঘন্য কাজ। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বন দফতরের পাশাপাশি আমরাও সচেতনতামূলক প্রচার করব।’’