Howrah

এক বাইকে তিন বন্ধু, কারও মাথায় নেই হেলমেট, হাওড়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু সবার!

পুলিশ জানতে পেরেছে, তিন যুবকের বাড়িই শ্যামপুরের ধান্দালি গ্রামে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১১:৩৮
Share:

রাত ২টো নাগাদ কালিয়ামোড়ের কাছে ওই মোটরবাইকের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। —প্রতীকী চিত্র।

একই মোটরবাইকে সওয়ারি তিন জন। কারও মাথাতেই হেলমেট নেই। পথদুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল তিন বন্ধুর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শান্তনু হাতি (১৮), বিজয় হাতি (১৯) এবং কুন্তল দাস (১৮)।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে শ্যামপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন বন্ধু। শনিবার রাতে তাঁরা শ্যামপুরের ধব্জা থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। রাত ২টো নাগাদ কালিয়ামোড়ের কাছে ওই মোটরবাইকের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন তিন জন। অকুস্থলেই তিন জনের মৃত্যু হয়।

পুলিশ জানতে পেরেছে তিন যুবকের বাড়িই শ্যামপুরের ধান্দালি গ্রামে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি দেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রথমত, একটি মোটরবাইকে তিন জন আরোহী ছিলেন। তার উপর কারও মাথাতেই হেলমেট ছিল না। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন তিন জন। তবে ঘাতক গাড়ির খোঁজে সন্ধান শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement