West Bengal Panchayat Election 2023

পঞ্চায়েতে হুগলিতে ভোটার প্রায় ৩৫ লক্ষ

বৃহস্পতিবার ভোটের দিন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার থেকেই তৃণমূল, বিজেপি দেওয়াল-লিখনে নেমে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১০:০৪
Share:

বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক হুগলির জেলাশাসকের দফতরে। শুক্রবার।

ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে এ বার হুগলি জেলায় ভোটারের মোট সংখ্যা ৩৫ লক্ষের কাছাকাছি। মহিলা ও পুরুষের অনুপাত প্রায় সমান। সংখ্যার বিচারে পুরুষের সংখ্যা মহিলাদের তুলনায় ২৮ হাজার বেশি।

Advertisement

জেলা প্রশাসনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ভোটার ৩৪ লক্ষ ৭২ হাজার ২৫৫ জন। তার মধ্যে পুরুষ ১৭ লক্ষ ৫০ হাজার ১৮৯ জন। মহিলা ১৭ লক্ষ ২২ হাজার ৭ জন। অন্যান্য ৫৯ জন। এ বার হুগলির ত্রি-স্তর পঞ্চায়েতেই আসনসংখ্যা বেড়েছে। মোট ভোটগ্রহণ কেন্দ্র হচ্ছে ৩৮৫১টি।

বৃহস্পতিবার ভোটের দিন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার থেকেই তৃণমূল, বিজেপি দেওয়াল-লিখনে নেমে পড়ে। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এবং ওই দলের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারদের দেখা যায়, দলীয় প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখতে।

Advertisement

প্রশাসনের নির্দেশ, রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত মিছিল-মিটিং প্রভৃতি করা যাবে না। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement