TET

TET: চাকরির দাবিতে চুঁচুড়া, মেদিনীপুরে বিক্ষোভ টেট উত্তীর্ণদের

প্রাথমিকে নিয়োগের দাবিতে সোমবার বর্ধমান ডিভিশনের কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিতে চূঁচুড়ার লঞ্চ ঘাট থেকে শুরু মিছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ১৮:৫৫
Share:

প্রাথমিকে নিয়োগের দাবিতে সোমবার বর্ধমান ডিভিশনের কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিতে চুঁচুড়ার লঞ্চ ঘাট থেকে শুরু মিছিল।

চাকরির দাবিতে চুঁচুড়ায় বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণরা। প্রাথমিকে নিয়োগের দাবিতে সোমবার বর্ধমান ডিভিশনের কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিতে চুঁচুড়ার লঞ্চ ঘাট থেকে শুরু মিছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, মিছিল গন্তব্যে পৌঁছনোর আগেই বাধা দেয় পুলিশ।

Advertisement

এর আগেও সিঙ্গুরে মিছিল করেছিলেন চাকুরিপ্রার্থীরা। ‘প্রাথমিক টেট নট ইনক্লুডেড একতা মঞ্চ’-এর সম্পাদক অচিন্ত্য সামন্ত বলেন, ‘‘মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, টেট পাশ প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করা হবে। গত সাত বছর ধরে প্রশাসনের দুয়ারে ঘুরেও নিয়োগপত্র মেলেনি। তাই করোনাকালে পরিযায়ী শ্রমিকদের মত অবস্থা হয়েছে শিক্ষিত বেকারদের।’’

পুজোর ছুটির পর অফিস খুলতেই সপ্তাহের প্রথম দিনে মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখাল ‘২০১৪ প্রাইমারি টেটপাস প্রশিক্ষিত নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চ’। হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে ডিভিশনাল কমিশনের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান শতাধিক চাকুরিপ্রার্থী।

Advertisement

তাঁদেরও বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন, সাড়ে ১৬ হাজার চাকরিপ্রার্থীকে ধাপে ধাপে নিয়োগ করা হবে। ওই প্রতিশ্রুতি শুনেই আশার আলো দেখে আমাদের পরিবার। সময় মতো ইন্টারভিউও হয়েছিল। কিন্তু পর্ষদ কতৃক প্রকাশিত মেধা তালিকায় ১২ হাজার প্রার্থীর নাম ছিল। বাকি ৭-৮ হাজার প্রার্থীদের বাদ দেওয়া হয়েছিল তালিকা থেকে। কেন তা করা হল, বিষয়টি পরিষ্কার নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement