Asit Mazumder

Chinsurah: লাঠি হাতে বিধায়ক তেড়ে যাচ্ছেন, মেরেছেন চড়-ঘুষি, বিজেপিদের অভিযোগ ঘিরে উত্তেজনা

শুক্রবার সন্ধ্যায় চুঁচুড়ার খাদিনামোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। বিজেপির দাবি, তাদের মিছিলের কাছে গাড়ি নিয়ে চলে এসেছিলেন বিধায়ক অসিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ২১:৪১
Share:

নিজস্ব চিত্র

বিজেপির মিছিলে তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল চুঁচুড়ায়। বিজেপির দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে শাসকদলের নেতাকর্মীরা। তাঁদের দাবি, লাঠি হাতে বিজেপি কর্মীদের দিকে তেড়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হাতের কাছে এক বিজেপিকর্মীকে পেয়ে চড়, ঘুষিও চালিয়েছেন। যদিও অসিতের পাল্টা অভিযোগ, অশান্তি ছড়ানোর মূলে বিজেপিই রয়েছে। গাড়ি ঘিরে তাঁকে নিগ্রহ করা হয়েছে বলেই দলীয় কর্মীরা তার প্রতিবাদ করেছেন।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় চুঁচুড়ার খাদিনামোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। বিজেপির দাবি, তাদের মিছিলের কাছে গাড়ি নিয়ে চলে এসেছিলেন বিধায়ক অসিত। বিজেপিকর্মীরা তারই প্রতিবাদ করায় স্থানীয় কার্যালয় থেকে তৃণমূলকর্মীরা এসে মিছিলের উপর হামলা চালান। শাসকদলের পাল্টা দাবি, বিধায়কের গাড়ি ঘিরে তাঁকে হেনস্থা করা হয়েছে। অসিত বলেন, ‘‘আমি কলকাতা থেকে ফিরছিলাম। রাস্তায় ভীষণই যানজট তখন। ২৫-৩০টা লোক। ওরা বলছিল, তৃণমূলের সব চোর। আমি মিছিলটা ক্রস করে এগিয়ে এসেছি, তখনই বলে ওঠে, গাড়ি কেন এগোল? তার পরেই আমার উপর হামলা। পার্টি অফিসে আমাদের মেয়েদের মিটিং চলছিল। মেয়েরা বেরিয়ে আসে। পাল্টা মার দিতেই ওঁরা পালায়। ধাক্কাধাক্কি তো করেছে।’’

তৃণমূলের এক মহিলাকর্মীর দাবি, বিজেপিকর্মীরা তাঁদের গায়েও হাত দিয়েছেন। তাই, বাধ্য হয়েই মারধর করেছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মীর কথায়, ‘‘দাদা (বিধায়ক অসিত)-কে হেনস্থা করছিল ওরা। মেয়েদেরও মারধর করেছে। তাই মেরেছি আমরা।’’

Advertisement

মিছিলে হামলার অভিযোগ তুলে বিজেপি কর্মীরা চুঁচুড়া থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও অশান্তি ছড়ায়। গেরুয়া শিবিরের দাবি, ঘটনার পর চুঁচুড়া থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও তাদের মারধর করা হয়। যদিও কিছু ক্ষণের মধ্যেই দু’পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ। তৃণমূলের তরফেও অসিত অভিযোগ জানাতে থানায় যান।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘গত ১০ বছরে কোনও তৃণমূল বিধায়ক বিজেপি কর্মীর দ্বারা হেনস্থা হয়েছে বললে অফিসের চেয়ার-টেবিলগুলো পর্যন্ত হেসে উঠবে। অসিত মজুমদার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। তিনি নিজেকে হারিয়ে ফেলে এই আচরণ করছেন, তার কারণ কী ? কারণ, তিনিও বুঝতে পারছেন সেদিনের আর বেশি দেরি নেই। এই ঘটনার তীব্র নিন্দা করছি। এভাবে বিজেপিকে আটকানো যাবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement