বিজেপির প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী। সোমবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে। নিজস্ব চিত্র
পঞ্চায়েত ভোট কবে হবে তা এখনও স্থির হয়নি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট দ্রুত করতে নির্বাচন কমিশনের কাছে যাবে বিজেপি। সোমবার হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড়ে দলীয় সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ কথা জানান। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোট তাড়াতাড়ি করতে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব। ভোট যাতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে করা হয়, সে বিষয়েও জানাব।’’
বক্তব্যের শুরুতেই রমনবমীর মিছিলকে কেন্দ্র করে রিষড়ায় সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে সেখানকার উপ-পুরপ্রধান জাহিদ হাসান খান এবং আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে (তিনিও রিষড়ার পুর প্রতিনিধি বা কাউন্সিলর) একহাত নেন শুভেন্দু। তাঁর দাবি, ‘‘এই দুই তৃণমূলনেতাই সেখানে অশান্তি পাকিয়েছেন। ঘটনার তদন্ত এনআইএ-র হাতে গিয়েছে। কিন্তু রিষড়ার ওসি এফআইআরের সার্টিফায়েড কপি দিচ্ছেন না। কালীঘাটের নির্দেশেই দেওয়া হচ্ছে না।’’
অপরূপা পাল্টা বলেন, ‘‘আগে শুভেন্দু বলুন, নারদ মামলায় তিনি অভিযুক্ত এবং সিবিআই তদন্ত করান। উনি দিল্লি আর হাই কোর্টের দয়ায় বেঁচে আছেন। সুদীপ্ত সেনের চিঠিতে ওঁর নাম আছে। তার তদন্ত হচ্ছে না কেন?’’ ঘটনাচক্রে অপরূপা নিজেও নারদ মামলার অন্যতম অভিযুক্ত।রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড অচল দাবি করে শুভেন্দু দলীয় কর্মীদের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করার জন্য আওয়াজ তোলার আবেদনও জানান। মোদী সরকারের নবম বর্ষপূর্তিতে ‘জন সম্পর্ক’ অভিযানে দলীয় কর্মীদের প্রতি বুথে পথসভা করার এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার বার্তাও দেন।শুভেন্দু সভায় ব্যক্তিগত আক্রমণ করলে প্রতিরোধ করা হবে বলে রবিবার হুঁশিয়ারি দিয়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সে কথা উল্লেখ করে শুভেন্দু এ দিন বলেন, ‘‘পিসি চোর, ভাইপো চোর, সঙ্গে আপনিও চোর। দেখি আসুন, আমি দাঁড়িয়ে আছি। গায়ে হাত দিয়ে দেখান।’’ অসিত পাল্টা বলেন, "শুভেন্দুর থেকে বড় চোর, এ রাজ্যে নেই। উনি (শুভেন্দু) আজ ভদ্রতা দেখাননি। আগামী ২৬ তারিখ এর জবাব আমরা দেব।’’ ২৬ মে ঘড়ির মোড়েই তৃণমূলের পাল্টা সভা করার কথা। চুঁচুড়ায় সভা সেরে শুভেন্দু বলাগড়ের নিত্যানন্দপুরে লোকনাথ পুজোয় যোগ দেন।