CPM

লাল ঝান্ডাকে বাঁচাতে মমতার হাত শক্ত করুন, হুগলিতে বললেন ঋতব্রত

মঙ্গলবার তারকেশ্বরের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫০
Share:

তারকেশ্বরের অনুষ্ঠানে প্রাক্তন সিপিএম সাংসদ ঋতব্রত। নিজস্ব চিত্র।

বাম কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার ডাক দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘লাল ঝান্ডাকে বাঁচাতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন।’’

Advertisement

মঙ্গলবার তারকেশ্বরের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন সিপিএম সাংসদ ঋতব্রত। ২০১৯-এর লোকসভা নির্বাচন ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনা করে তিনি বলেন, ‘‘২০১৯-এর লোকসভায় বহু বামপন্থী বিজেপি-কে ভোট দিয়েছিলেন। কিন্তু ২০২১-এর বিধানসভায় বামপন্থীরা উপলব্ধি করলেন, বিজেপি-র মতো ফ্যাসিস্ট শক্তিকে আটকানো জননেত্রী মমতার পক্ষেই সম্ভব। মমতাই সবচেয়ে বড় বামপন্থী।’’

—নিজস্ব চিত্র।

মঙ্গলবার আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম কুন্ডুর উদ্যোগে তারকেশ্বরে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন ঋতব্রত। এ ছাড়াও ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার-সহ জেলার নেতা-নেত্রীরা।

Advertisement

সেই মঞ্চ থেকেই ঋতব্রত বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ায় প্রয়োজন আছে। আর সেটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সম্ভব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement