আহত অবস্থায় ওই ছাত্রকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্কুলে দুষ্টুমি করার জন্য সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। টিকিয়াপাড়ার সরকারি অনুদান প্রাপ্ত স্যর সৈয়দ আহমেদ হাই স্কুলের ঘটনা। অভিযোগ উঠেছে স্কুলের পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই ছাত্রকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছাত্রের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। অভিযোগ, ১৩ বছরের ওই ছাত্র বন্ধুদের সঙ্গে খেলার সময় দুষ্টুমি করে। স্কুলের পরিচালন সমিতির সম্পাদকে শাহজাদা সেলিম খবর পেয়ে ওই ছাত্রকে ডেকে পাঠান। ছাত্র দোষ স্বীকার করে ক্ষমা চায়। সেলিম এর পরেও তাকে কান ধরে ওঠবোস করায়। শেষে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন ছাত্রের বাবা। ছাত্রের কান এবং নাক দিয়ে রক্ত বার হতে দেখা যায়।
স্কুল থেকে ছাত্রের বাবাকে ফোনে খবর দেওয়া হয়। বাড়ির লোকজন স্কুলে এসে তাকে নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার নাক এবং কানের চিকিৎসার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন। এই ঘটনার পরে ওই ছাত্রের মা লিখিত ভাবে হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ছাত্রের বাবার আরও অভিযোগ, স্কুল থেকে নানা ভাবে তাঁকে চাপ দেওয়া হচ্ছে। টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নিতেও বলা হচ্ছে। এই নিয়ে মুখ খোলেননি অভিযুক্ত সেলিম।