Murder

তারকেশ্বরে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই হত্যা

পুলিশ ও পরিবার সূত্রে খবর, বছর দুয়েক আগে বিয়ে হয় সঞ্জয়ের। বিয়ের পর থেকেই অশান্তি চলছিল শাশুড়ি-বৌমার মধ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৮:০৮
Share:

প্রতীকী ছবি

গলায় ফাঁস দিয়ে মাকে খুন করার অভিযোগে গ্রেফতার ছেলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তারকেশ্বরের আঁকর গড়িয়া এলাকায়। অভিযুক্ত ছেলের নাম সঞ্জয় গুছাইত, মায়ের নাম সন্ধ্যা গুছাইত (৪৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় মাকে খুনের ঘটনা স্বীকার করেছে অভিষুক্ত।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, বছর দুয়েক আগে বিয়ে হয় সঞ্জয়ের। বিয়ের পর থেকেই অশান্তি চলছিল শাশুড়ি-বৌমার মধ্যে। মাস ছয়েক আগে বাপের বাড়ি চলে যান বৌমা। এই নিয়ে ছেলের সঙ্গে মায়ের অশান্তি শুরু হয়। বুধবার রাতে অশান্তি চরমে পৌঁছলে মায়ের গলায় ফাঁস লাগিয়ে খুন করে ছেলে।

ঘটনা জানাজানি হতেই পুলিশে খবর দেন স্থানীয়রা। রাতেই ছেলে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। মৃতার জামাই বিপ্লব জানা বলেন, ‘‘শাশুড়ি-বৌমার অশান্তি লেগেই থাকত। সঞ্জয়ের স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে যান। শাশুড়ি বাড়িতে থাকলে তিনি ফিরবেন না বলে জানান। এই নিয়ে মা-ছেলের মধ্যে রোজই অশান্তি হত। বুধবার ঝগড়া হওয়ার সময় কাপড়ের ফাঁস দিয়ে মাকে খুন করে সঞ্জয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement