Crime

Crime: বেলুড়ের প্যাথলজিক্যাল সেন্টারের শৌচাগারে গোপন ক্যামেরা, গ্রেফতার নিরাপত্তারক্ষী

মঙ্গলবার সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করতে আসেন এক মহিলা। তিনি সেন্টারের শৌচালয়ে যান। সেখানে দেখেন, একটি মোবাইল উল্টে রাখা আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলুড় শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ২১:০৯
Share:

নিজস্ব চিত্র

প্যাথলিজক্যাল সেন্টারের শৌচাগারে লুকিয়ে রাখা ছিল ফোন। তাতেই হত ভিডিয়ো রেকর্ডিং। মহিলাদের আপত্তিকর ভিডিয়ো তোলা হত বেলুড় স্টেশন রোডের ওই প্যাথলজিক্যাল সেন্টারে। মঙ্গলবার এক মহিলার তৎপরতার ফাঁস হল ঘটনা। ঘটনায় অভিযুক্ত ওই সেন্টারের এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার ওই সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করতে আসেন এক মহিলা। তিনি ওই সেন্টারের শৌচালয়ে যান। সেখানেই লক্ষ করেন, ঝাঁটা ও অন্য আর্বজনার পাশে একটি মোবাইল উল্টে রাখা আছে। বিষয়টি বুঝতে না পেরে তিনি তাঁর স্বামীকে ডাকেন। দেখা যায়, ওই মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং অন করা রয়েছে। কেউ ওই অবস্থাতেই ফোনটি ফেলে রেখে গিয়েছে।

এর পরেই চিৎকার চেঁচামেচি শুরু করে ওই দম্পতি। কথায় কথায় ধরা পড়ে যায় ওই মোবাইলটি সেন্টারের নিরাপত্তারক্ষী মহম্মদ ইমতিয়াজের। এর পরেই মারধর করা হয় ওই নিরাপত্তারক্ষীকে। উত্তেজনা বাড়তেই খবর যায় বালি থানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে আটকও করা হয়। পরে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই নিরাপত্তারক্ষীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement