বাংলা সফরের প্রথম দিনে হুগলিতে সঙ্ঘ প্রধান মোহন, আরএসএস ভবনের বৈঠকের পর কলকাতায় রওনা

ছ’দিনের সফরে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতায় থাকবেন ভাগবত। বৃহস্পতিবার বিশিষ্টদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে। হুগলি দিয়ে শুরু হল তাঁর সফর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৮:৩০
Share:

ছ’দিনের সফরে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতায় থাকবেন ভাগবত। —নিজস্ব চিত্র।

ছ’দিনের বাংলা সফরের প্রথম দিনের বৈঠক হুগলি দিয়ে শুরু করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বুধবার কলকাতা থেকে প্রথমেই সঙ্ঘ-প্রধান যান চুঁচুড়ায়। চকবাজারে আরএসএসের হুগলি, হাওড়া গ্রামীণ এবং তারকেশ্বর বিভাগের হেড কোয়ার্টার বন্দে মাতরম ভবনে প্রাদেশিক বৈঠক করেন তিনি। তার আগে বিজেপি রাজ্য সম্পাদক তথা আরএসএসের প্রাক্তন প্রচারক দীপাঞ্জন গুহর অসুস্থ মাকে দেখতে কাপাসডাঙার বাড়িতে যান তিনি।

Advertisement

বিজেপি নেতার বাড়িতে মধ্যাহ্নভোজের পর ভগবত দুপুরে চলে যান চকবাজারের বন্দেমাতরম ভবনে। সেখান থেকে কলকাতায় যাবেন তিনি।

ছ’দিনের সফরে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতায় থাকবেন ভাগবত। বৃহস্পতিবার বিশিষ্টদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে। শেষ দিন শহিদ মিনারে হবে সঙ্ঘের প্রকাশ্য কর্মসূচি। বাকি তিন দিন সাংগঠনিক বৈঠক। আরএসএস সূত্রে জানা গিয়েছে, শহিদ মিনার ছাড়া বাকি কর্মসূচির সবটাই রুদ্ধদ্বার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement