—প্রতীকী চিত্র।
বাড়িতে একাই টিভি দেখছিল আট বছরের এক বালক। ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেন পরিবারের এক সদস্যা। শুক্রবার শিশুর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল হুগলির কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শনগরে। পরিবারের অভিযোগ, শিশুটিকে কেউ খুন করে পালিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শ্রেয়াংশু শর্মা। আট বছরের ওই শিশুর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পরিবারের সদস্যেরা জানাচ্ছেন, সন্ধ্যায় বাড়িতেই একটি ঘরে বসে টিভি দেখছিল সে। শ্রেয়াংশুর খুড়তুতো এক দিদি ঘরে ঢুকে দেখতে পান যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শিশুটি। তাঁর চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা শ্রেয়াংশুকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। এ নিয়ে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছালাল যাদব বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। কেউ খুন করে পালিয়েছেন বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করছে। সত্যিটা সামনে আসুক।’’ মৃত শিশুর বাবা পঙ্কজ শর্মারও দাবি, ছেলেকে কেউ বা কারা খুন করে পালিয়ে গিয়েছেন। যদিও নির্দিষ্ট কারও বিরুদ্ধে তিনি অভিযোগ করেননি। তবে ওই ঘটনার সময় তাঁরা স্বামী-স্ত্রী কাজের সূত্রে বাইরে ছিলেন বলে জানান পঙ্কজ। প্রতিবেশীরা জানাচ্ছেন, তাঁরা বিকালের পর থেকে পঙ্কজের বাড়িতে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেননি। পুরো ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে থানায় অভিযোগও দায়ের হয়েছে বলে খবর।
এই ঘটনা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি খুনের ঘটনা। তবে কারণ খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে এই রহস্যমৃত্যুর পিছনে কেউ আছেন কি না, সেটাও তদন্তসাপেক্ষ।’’