‘ঝুকেগা নেহি...’ মন্ত্রী মনোজের মুখে ‘পুষ্পা’র সংলাপ! বিজেপির কটাক্ষ, ‘ভিলেনের ডায়লগ’

সভামঞ্চ থেকে নেমে মনোজ বলেন, ‘‘কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছেন রাজ্যবাসী। কিন্তু তৃণমূল তার লড়াই চালিয়ে যাবে। কোনও দিনই বিজেপির কাছে ঝুঁকবে না দল।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ২৩:০৪
Share:

সিনেমার চরিত্রের ভঙ্গিমা করেই ‘ঝুঁকেগা নেহি’ সংলাপ বললেন মন্ত্রী। —নিজস্ব চিত্র।

সিনেমার সংলাপ দিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। বিজেপির কটাক্ষ, অপসংস্কৃতির প্রচার করছে রাজ্যের শাসকদল।

Advertisement

‘ঝুকেগা নেহি...’। দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’য় হিরো অল্লু অর্জুনের মুখে এই সংলাপ এখন ‘হিট’। কিন্তু এই সংলাপ দিয়ে বিজেপিকে বিঁধতে গিয়ে বিতর্কে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। রবিবার হাওড়া ময়দানে তৃণমূলের একটি জনসভায় বক্তৃতা করছিলেন মনোজ। সেখানে ফিল্মি কায়দায় মন্তব্য করতে শোনা যায় তাঁকে। তাঁকে বলতে শোনা যায়, ‘‘তৃণমূল দল ঝুকেগা নেহি ।’’ একই সঙ্গে সভায় উপস্থিত সবাইকে তাঁর বলা সংলাপের সঙ্গে সুর মেলাতেও বলেন ক্রিকেটার-মন্ত্রী। মনোজের সংযুক্তি, ‘‘তৃণমূল পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা মাথা নিচু করতে শেখেননি।’’

মনোজের এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, ‘‘পুষ্পা সিনেমায় নায়ক আসলে ভিলেন (অ্যান্টি হিরো)। চন্দনদস্যুর ভূমিকায় অভিনয় করেছেন অল্লু অর্জুন। আর সেই সংলাপ আওড়াচ্ছেন এ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেতা!’’ তাঁর সংযুক্তি, ‘‘আসলে রাজ্যের মন্ত্রীরাও তো অনেকটা ওই ভূমিকা পালন করছেন। দুর্নীতি আর অন্যায়ের সঙ্গে ওঁরা যুক্ত।’’

Advertisement

অন্য দিকে, সভামঞ্চ থেকে নেমে মনোজ বলেন, ‘‘কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছেন রাজ্যবাসী। কিন্তু তৃণমূল তার লড়াই চালিয়ে যাবে। কোনও দিনই বিজেপির কাছে ঝুঁকবে না দল।’’ তবে তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।

উল্লেখ্য, রবিবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে যুব তৃণমূল একটি মহামিছিল করে। ব্যতাইতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিলে ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement