Poor Condition of Road

তৈরির তিন মাসেই রাস্তা বেহাল, দুর্ভোগ

গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ শুরু হয় বছরখানেক আগে। প্রতিদিন অসংখ্য মোটরবাইক, সাইকেল, টোটো, ছোট গাড়ি এই রাস্তায় চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ০৮:৩৩
Share:

পাঁচলার গঙ্গাধরপুরের কালীতলা থেকে দেউলপুর বাঁধের বাজার পর্যন্ত রাস্তায় এমনই গর্ত। নিজস্ব চিত্র।

মাত্র তিন মাস আগে পাঁচলার গঙ্গাধরপুর থেকে দেউলপুর বাঁধের বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতেই তা বেহাল হয়ে পড়েছে। পিচ উঠছে যত্রতত্র। মোটরবাইক আরোহী এবং গাড়িচালকেরা সমস্যায় পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, কাজটি নিম্নমানের হয়েছে বলেই রাস্তা বেহাল হয়ে পড়েছে।

Advertisement

গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ শুরু হয় বছরখানেক আগে। প্রতিদিন অসংখ্য মোটরবাইক, সাইকেল, টোটো, ছোট গাড়ি এই রাস্তায় চলে। নিম্নমানের কাজের অভিযোগে তদন্ত এবং রাস্তাটি ফের নতুন করে তৈরি করে দেওয়ার দাবিতে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে জেলাশাসকের কাছে দরবার করা হয়েছে। ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা বলেন, ‘‘দাবি না মিটলে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আন্দোলনে নামব।’

জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেন, ‘‘বহুদিন হল প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আর জেলা পরিষদ করে না। করে রাজ্য গ্রামোন্নয়ন দফতর। তবুও নিম্নমানের কাজের অভিযোগ যে হেতু উঠেছে, তাই বিষয়টি নিয়ে গ্রামোন্নয়ন দফতরের সঙ্গে
কথা বলব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement