চুঁচুড়ার জলমগ্ন এলাকা পরিদর্শনে অসিত মজুমদার। নিজস্ব চিত্র।
প্রাক্-বর্ষার সামান্য বৃষ্টিতেই জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে হুগলির চুঁচুড়া পুরসভা এলাকার বহু বাসিন্দাকে। এ নিয়ে পুরসভার গাফিলতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই পুর এলাকায় নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। দ্রুত এই সমস্যা দূর করতে আশ্বাস দিয়েছেন বিধায়ক।
দিন দুয়েকের অস্বস্তিকর গরমের পর সোমবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হয় জেলায়। যার জেরে চুৃঁচুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাঠক বাগান, ১৬ নম্বর ওয়ার্ডের পিরতলা, গঙ্গাগলা, এবং ১৭ নম্বর ওয়ার্ডের ধরমপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এমনকি, বহু এলাকায় রাস্তা উপচে ঘরে জল ঢুকে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থার বেহাল হয়ে পড়ায় অল্প বৃষ্টিতেই জল জমে থাকছে। স্বল্প সময়ের বৃষ্টিপাতেই যদি এ অবস্থা হয়, তবে ঘোর বর্ষায় একটানা বৃষ্টি হলে কী হাল হবে, তা নিয়েও শঙ্কিত তাঁরা।
নাগরিকদের ফোন পেয়ে সোমবার চুঁচুড়ার জলমগ্ন এলাকা পরিদর্শন করেন অসিত। পাঠক বাগানে জলে নেমে সেখানকার বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন। জল নিকাশিতে পুরসভার ব্যর্থতার কথাও মেনে নেন তিনি। অসিত বলেন, “বহু এলাকা জলে ডুবে থাকায় সমস্যায় পড়েছেন মানুষেরা। এ সব এলাকায় নিকাশি ব্যবস্থায় সমস্যা রয়েছে। এ নিয়ে পুরসভার কিছু গাফিলতি রয়েছে। তবে মানুষকেও সচেতন হতে হবে। বহু ড্রেন দখল হয়ে গিয়েছে। ফলে বহু ড্রেন দিয়ে এখন কম জল যাচ্ছে। জল না নামা পর্যন্ত সমস্যা মেটানো যাবে না। ড্রেনে পলি জমে গিয়েছে। তবে কথা দিচ্ছি, জল জমার সমস্যা দূর হবে।”