জলের সংযোগ অর্ধেকের বেশি, দাবি প্রশাসনের
Water Theft

জল চুরি রুখতে জোর সচেতনতায়

সম্প্রতি জেলা পরিষদের জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জুলফিকার মোল্লা জেলার প্রতিটি পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধক্ষ্যদের নিয়ে বৈঠক করেন।

Advertisement

নুরুল আবসার

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৮:৩০
Share:

জল চুরি রুখতে অভিয়ান। নিজস্ব চিত্র।

হাওড়ায় প্রায় ৬০ শতাংশ (৫৬.৬৭%) পরিবারে জলের সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। বাকি পরিবারগুলিতেও কয়েক মাসের মধ্যে জলের সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। প্রতিটি পঞ্চায়েতেই পাইপ লাইন পাতা ও জল প্রকল্পের কাজ চলছে। তবে নতুন সংযোগের পাশাপাশি জল চুরি রোখাও বড় চ্যালেঞ্জ দফতরের কাছে।

Advertisement

জল চুরি রুখতে কোমর বেঁধে নামা হয়েছে বলে জেলা প্রশাসনের এক কর্তা জানান। তাঁর কথায়, ‘‘এই চুরি রোখার দায়িত্ব শুধু জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঘাড়ে চাপালে হবে না। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলিকেও এ ব্যাপারে সক্রিয় হতে হবে।’’

সম্প্রতি জেলা পরিষদের জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জুলফিকার মোল্লা জেলার প্রতিটি পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধক্ষ্যদের নিয়ে বৈঠক করেন। সেখানে জল চুরি রুখতে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জুলফিকার বলেন, ‘‘প্রথমে সচেতনতা প্রচার চালানো হবে। তাতে কাজ না হলে পুলিশি অভিযান হবে। যদিও হাওড়া জেলায় জলচুরির ঘটনা তুলনামূলক কম। তবুও আমরা বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছি না।’’

Advertisement

ইতিমধ্যেই অবশ্য ব্লকে ব্লকে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার এবং অভিযান। বাগনান ১ পঞ্চায়েত সমিতি বেআইনি সংযোগ কাটতে অভিযান চালাচ্ছে। উলুবেড়িয়া ব্লকে প্রধানদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। তাতে প্রধানদের সচেতনতার প্রচার চালাতে বলা হয়েছে। বিডিও রিয়াজুল হক বলেন, ‘‘গ্রামের তথ্য প্রধানদের কাছেই থাকে। তাই তাঁরাই এ বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে পারবেন।’’

জলচুরি ঠেকাতে নেমেছে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। এই সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু বলেন, ‘‘মানুষকে জল চুরির বিরুদ্ধে সতর্ক করা হচ্ছে। পুলিশকে বলা হয়েছে রাজনৈতিক রঙ না দেখে জল চুরির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।’’ শ্যামপুর ২ ব্লক জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দীপক দাস জানান, জলচুরি রুখতে গ্রাম পঞ্চায়েত স্তরে কমিটি করতে
বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement