জিম খোলার দাবিতে হাওড়ায় মিছিল। নিজস্ব চিত্র।
মাল্টিজিম খোলার দাবিতে মিছিল হল হাওড়ায়। তবে স্লোগান দিয়ে নয়, মৌন মিছিল করে হাঁটলেন জিমের মালিক, প্রশিক্ষকরা। বৃহস্পতিবার সকাল ১১টায় এই মৌন মিছিল শুরু হয় হাওড়ার নতুন রাস্তার মোড় থেকে। এর পর ড্রেনেজ ক্যানেল রোডে তিন কিলোমিটার প্ল্যাকার্ড ফেস্টুন হাতে মিছিল করেন প্রায় ১০০ জন।
হাওড়ার একটি জিমের মালিক অমৃতা দাস বলেছেন, ‘‘কোভিড পরিস্থিতিতে সব কিছুই খোলা রয়েছে। কিন্তু জিম সেন্টার গুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন। এটা অনৈতিক। এই পেশার সাথে বহু মানুষের রুটি রুজি জড়িত। তাই সরকারের উচিত জিম সেন্টারগুলো খোলার অনুমতি দেওয়া।’’ কোভিড বিধি মেনেই জিম খুলতে রাজি বলে জানিয়েছেন তাঁরা। নীলাঞ্জন দে নামে এক প্রশিক্ষক বলেছেন, ‘‘করোনা অতিমারি থেকে রেহাই পেতে শরীরচর্চার খুবই প্রয়োজন। অথচ জিমগুলো বন্ধ রাখা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে জিম খোলা উচিত।’’