Corona

হাওড়ায় করোনা হাসপাতালে বিক্ষোভ রোগীর আত্মীয়দের, মুখে কুলুপ কর্তৃপক্ষের

রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে কোনও কোভিড রোগী মারা গেলে, তাঁর দেহ দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। শৌচালয়গুলি পরিষ্কার করা হয় না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ২২:৫৪
Share:

বালিটিকুরি কোভিড হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদেকর বিক্ষোভ। নিজস্ব চিত্র।

হাওড়ার দাশনগর থানার অন্তর্গত বালিটিকুরি কোভিড হাসপাতালে উত্তেজনা। রোগীর আত্মীয়দের অভিযোগ, প্রতিবাদ করায় মারধর করেছে হাসপাতালের ওয়ার্ড বয়। মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের।

Advertisement

রবিবার এই হাসপাতালে চিকিৎসায় অব্যবস্থার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। শুরু হয় বচসা। রোগীর পরিবারের অভিযোগ, হঠাৎই তাঁদের উপর স্টিলের রড নিয়ে চড়াও হয় হাসপাতালের ওয়ার্ড বয়। তারপরই উত্তেজনা চরমে ওঠে। উত্তেজিত জনতা হাসপাতালের কয়েকটি জায়গায় ভাঙচুর করে।

রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে কোনও কোভিড রোগী মারা গেলে, তাঁর দেহ দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। শৌচালয়গুলি পরিষ্কার করা হয় না। শৌচকর্মের জল থাকে না অনেক সময়। চিকিৎসক থাকলেও, রোগীদের কাছে আসতে চান না তাঁরা। হাওড়ার লিলুয়ার বাসিন্দা এক যুবক রবিবার বালিটিকুরী হাসপাতালে এসেছিলেন তাঁর দাদুর মৃত্যুর খবর শুনে। তিনি জানান, ‘‘কোভিড পজিটিভ হওয়ায় শনিবার রাতে এই হাসপাতালে ভর্তি করা হয় দাদুকে। রবিবার সকাল আটটা নাগাদ জানতে পারি মৃত্যুর খবর। তারপর মৃতদেহ ছ’ঘণ্টা ফেলে রাখা হয়।’’ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস, রোগীদের পরিষেবা না পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘জেল থেকে কিছু রোগী এখানে এসেছে ভর্তি হয়েছে। এরা মাদকাসক্ত। নিয়ম মানছে না। তাদের নিয়ে সমস্যা হচ্ছে।’’ তিনি বলেন, গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। বাঁকড়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement