বন্ধ চেঙ্গাইলের প্রেমচাঁদ জুট মিল। নিজস্ব চিত্র
সাতসকালে কাজে গিয়ে শ্রমিকরা দেখলেন কারখানার গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ। মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী হলেন হাওড়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুট মিলের শ্রমিকরা। এর জেরে বিপাকে পড়লেন স্থায়ী এবং অস্থায়ী মিলে কারখানার বহু শ্রমিক।
কারখানা সূত্রে জানা গিয়েছে, উপযুক্ত কাঁচামালের অভাবে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওই জুট মিল। কারখানা বন্ধের জেরে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনার রুখতে কারখানার গেটে মোতায়েন করা হয় পুলিশও।
জুট মিলের এক নেতার দাবি, ‘‘নোটিশটি দায়সারা ভাবে দেওয়া হয়েছে। তাতে মিল কর্তৃপক্ষের স্ট্যাম্প নেই। লেবার অফিসারের কোনও সই নেই। হাতে লিখে বাইরে থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে।’’ওই শ্রমিক নেতার আরও বক্তব্য, ‘‘করোনা পরিস্থিতিতে এমনিতেই শ্রমিকরা আধমরা হয়ে রয়েছেন। মঙ্গলবারের এই নোটিশের জেরে চার হাজার শ্রমিক কর্মচ্যুত হল।’’ পরিস্থিতি স্বাভাবিক হয়ে ফের কবে জুটমিল চালু হবে এখন সে দিকেই তাকিয়ে শ্রমিকরা।