নবগ্রামের বিভিন্ন এলাকায় পোস্টারে ছেয়ে যায়। নিজস্ব চিত্র
কোন্নগর নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান মানস রায়ের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ এনে পোস্টার পড়ল নবগ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার নবগ্রামের বিভিন্ন এলাকায় পোস্টারে ছেয়ে যায়। ব্যাঙ্ক সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান খেয়াল খুশি মত কাজ করেন। পছন্দের লোককে ঋণ দেন। এসব চলছে দীর্ঘদিন ধরে।
নবগ্রামের বাসিন্দারা জানান আগেও এই রকম পোস্টার পড়েছে । তাদের অভিযোগ, ব্যাঙ্ক চলে মুষ্টিমেয় কিছু লোক নিয়ে। চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অভিযোগ শোনা যায়। নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মজুমদার বলেন, ‘‘পোস্টার পরেছে শুনলাম। ব্যাঙ্কের ভিতরের লোকজনই এর পিছনে রয়েছে। তারা অসন্তুষ্ট ব্যাঙ্ক পরিচালনার কাজে। আমাকে বিষয়টি কয়েকজন জানিয়েছেন।আমি চাইব কোনও দুর্নীতি হলে তার তদন্ত হোক। কারণ আমাদের সরকারের আমলে অন্যান্য কো-অপারেটিভ ব্যাঙ্কের দুর্নীতির তদন্ত হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘নবগ্রাম ব্যাঙ্ক নিয়ে অভিযোগ শুনেছি মন্ত্রীর কাছেও চিঠি গিয়েছে।’’
কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান মানস রায় অবশ্য এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা প্রতিষ্ঠানটাকে বাঁচানোর চেষ্টা করছি তাই কিছু স্বার্থান্বেষী মানুষের ঘা লেগেছে। তাই তারা এসব করছে। ব্যাঙ্কের দায়িত্ব নেবার পর ঘুঘুর বাসা ভেঙে দিয়েছি। আগে ছিল একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলে তবেই সদস্য হতে পারবে। আমি দায়িত্ব নেবার পর অনেক অনাদায়ী ঋণ উদ্ধার করেছি। এখন ব্যাঙ্কের সম্পদ বেড়েছে। বিযয়টি নবগ্রামের মানুষকে জানা উচিত।’’