চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্র। নিজস্ব চিত্র
চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে সেখানে পুলিশ মোতায়েনের অনুমতি দিল চন্দননগর পুলিশ কমিশনারেট। গত কয়েক দিনের মধ্যে ওই গবেষণা কেন্দ্রে একাধিক বার চুরির ঘটনা ঘটেছে। সে কথা জানতে পেরে পুলিশ মোতায়েনের কথা জানিয়ে গবেষণা কেন্দ্রে চিঠি পাঠিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট।
দেশের অন্যতম সেরা এই ধান্য গবেষণা কেন্দ্রে একের পর এক কৃষি যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে গত কয়েক মাস ধরে। ওই গবেষণা কেন্দ্রটি ৩০০ একর জমির উপর। সেখানে গভীর নলকুপের মাধ্যমে চাষ হয়। সেই নলকুপের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের তার চুরি হয় কয়েক দিন আগে। গবেষণা কেন্দ্রের যুগ্ম কৃষি অধিকর্তা পার্থ রায়চৌধুরী জানান, গবেষণা কেন্দ্রে চুরির ঘটনা এবং অসামাজিক কাজ বেড়ে চলায় সেখানে পুলিশি ক্যাম্প করার কথা জানিয়ে গত ২ রা জুন আবেদন করা হয়েছিল। বুধবার কমিশনারেট থেকে তাতে অনুমোদন দেওয়া হয়েছে।
গবেষণা কেন্দ্রের যুগ্ম কৃষি অধিকর্তা বলেন, ‘‘কাজের দিনগুলিতে গবেষণা কেন্দ্রে লোকজন থাকে দিনের বেলায়। আমরা চাইছিলাম, কাজের দিনগুলিতে রাতে এবং ছুটির দিনগুলিতে দিনরাত পাহারার ব্যবস্থা থাকুক। ধান্য গবেষণা কেন্দ্রটির পাঁচিল কিছু জায়গায় ভেঙে গিয়েছে। যে জায়গায় আন্তর্জাতিক মানের গবেষণা হয় তা অসুরিক্ষত অবস্থায় রয়েছে।’’