গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত। নিজস্ব চিত্র।
ডোমজুর থানা এলাকায় প্রকাশ্যে দশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় যুক্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে ছ’লক্ষ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরবাইকটিও। গুলাম মুস্তাফা ও মহম্মদ মুনতাজ নামে অভিযুক্ত দু’জনকে পাশকুঁড়া থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তবে আরও একজন অভিযুক্ত এখনও নিখোঁজ।
সোমবার দুপুরে হাওড়া-আমতা রোডের বাঁকড়া এলাকায় দশ লক্ষ টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। একটি মদের দোকানের কর্মচারী টাকা ব্যাঙ্কে টাকা দিতে যাচ্ছিলেন, তখনই হাত থেকে টাকার ব্যাগ কেড়ে পালায় তিন বাইক আরোহী। বরুণ প্রামানিক নামে ওই কর্মচারীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ও মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ ওঠে।
ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দি হয়। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। এদের হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে গেলে বাকি চার লক্ষ টাকা উদ্ধার করার পাশাপাশি আরও এক ছিনতাইবাজকে গ্রেফতার করা যাবে বলে অনুমান পুলিশের।