জ্বালিয়ে দেওয়া হয়েছে দাউন মিদ্দের গাড়ি। নিজস্ব চিত্র
মসজিদ কমিটির জমি বেআইনি ভাবে বিক্রির জেরে উত্তেজনা ছড়াল হাওড়ার ডোমজুড়ের বানিয়াড়াতে। মঙ্গলবার ক্ষিপ্ত জনতা ওই ঘটনার মূল অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে।
জমি বিক্রি নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করছেন দাউদ মিদ্দে নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দাউদ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তিনি বেআইনি ভাবে স্থানীয় মসজিদ কমিটির ১৮ শতক জমি বেআইনি ভাবে বিক্রি করে দিয়েছেন। এই খবর চাউর হতেই গোটা এলাকায় ক্ষোভের পারদ চড়তে থাকে। মঙ্গলবার ক্ষিপ্ত জনতা দাউদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় তার গাড়িতে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ এবং র্যাফ। পুলিশ অভিযুক্ত দাউদকে গ্রেফতার করেছে। ঘটনার জেরে থমথমে এলাকা।