মাস্কহীন: সরকারি কড়াকড়ি শিথিল হতেই বাড়ছে সাধারণ মানুষের বিধি ভাঙার প্রবণতা। মঙ্গলবার, হাওড়ার শিবপুরে। ছবি: দীপঙ্কর মজুমদার
করোনা সংক্রমণের মোকাবিলায় নিয়ন্ত্রণ-বিধি আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার। তবে সোমবার কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারই অবশ্য করোনা-বিধি শিকেয় তুলে হাওড়ার রাস্তায় নেমে পড়তে দেখা গেল হাজার হাজার মানুষকে। এমনকি যানজটে অবরুদ্ধ হল হাওড়া ময়দান থেকে জিটি রোডের কাজিপাড়া মোড় পর্যন্ত রাস্তাও। যা দেখে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের আশঙ্কা, এমন বেপরোয়া মনোভাব থাকলে সংক্রমণ ফের মারাত্মক আকার নিতে পারে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ পরে, মঙ্গলবার হাওড়ায় দৈনিক সংক্রমিতের সংখ্যা নামে ৬৩-তে। কিন্তু তার আগে দৈনিক সংক্রমণ ১২০-র আশপাশে থাকায় এলাকা চিহ্নিত করে কন্টেনমেন্ট জ়োন ও মাইক্রো-কন্টেনমেন্ট জ়োন ঘোষণা করেছিল প্রশাসন।
কিন্তু শহরের এ দিনের পরিস্থিতি দেখে উদ্বিগ্ন জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা বলেন, ‘‘পুলিশকে এই নিয়ন্ত্রণ-বিধি মানতে বাধ্য করানোর নির্দেশ দেওয়া হয়েছে। টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কারণ, টোটোয় নিয়ম না মেনেই একসঙ্গে চার জন যাত্রী নেওয়া হচ্ছে বলে অভিযোগ।’’
জেলা স্বাস্থ্য দফতরের আশঙ্কা, মানুষ সতর্ক না হলে ফের পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘মানুষ যদি বেপরোয়া হয়ে ওঠেন, তা হলে ফের সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে। তাই সকলকে কড়া ভাবে নিয়ন্ত্রণ-বিধি মানতে অনুরোধ করব।’’