Train Service Dispute

ব্যান্ডেল ঢোকার আগে ভাঙল কামরূপ এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ! পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

শনিবার হাওড়া থেকে নির্দিষ্ট সময়েই ছেড়েছিল আপ কামরূপ এক্সপ্রেস। তবে ব্যান্ডল ঢোকার আগেই বিপত্তি ঘটে। রাত পৌনে ৮টা নাগাদ ওই এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ব্যান্ডেল শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২৩:১৮
Share:

ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে লোকাল। —নিজস্ব চিত্র।

ব্যান্ডল স্টেশনে ঢোকার আগে আচমকাই কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এই ঘটনার জেরে হাওড়া ডিভিশনে বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।

Advertisement

জানা গিয়েছে, শনিবার হাওড়া থেকে নির্দিষ্ট সময়েই ছেড়েছিল আপ কামরূপ এক্সপ্রেস। তবে ব্যান্ডল ঢোকার আগেই বিপত্তি ঘটে। রাত পৌনে ৮টা নাগাদ ওই এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ভাঙা প্যান্টোগ্রাফের অংশ গিয়ে পড়ে ডাউন লাইনে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাঘাত ঘটে। নাইনের উপর দাঁড়িয়ে পরে একের পর ট্রেন। দ্রুত ওই প্যান্টোগ্রাফের অংশ সরিয়ে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন রেলকর্মীরা। রাত পৌনে ৯টা নাগাদ প্যান্টোগ্রাফ সারিয়ে কামরূপ এক্সপ্রেসকে গন্তব্যে রওনা করিয়ে দেওয়া হয়।

তবে তার পরও ওই লাইনে এখনও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাত ৯টা থেকে ডাউন লাইনে পাওয়ার ব্লক করে ওভারহেড পরীক্ষার কাজ শুরু হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, রাত ১০টা ২০ মিনিট নাগাদ ব্যান্ডেল এবং চুঁচুড়ার মধ্যে পাওয়ার ব্লক স্বাভাবিক করা হয়েছে। উল্লেখ্য, জনাই রোডে রক্ষণাবেক্ষণের কাজের কারণে শনিবার থেকেই হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত রয়েছে। অনেক এক্সপ্রেস ট্রেনই ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে ব্যান্ডেল স্টেশনের আগে বিপত্তি ঘটায় প্রভাব পড়ে পরিষেবায়। অনেক যাত্রীই বিভিন্ন স্টেশনে আটকে পড়েন। লোকাল ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement