arrest

‘গর্ভপাত করিয়েছে, বিয়ের কথা বললেই এড়িয়ে যেত’! হুগলির তরুণীর অভিযোগে ধৃত বাঁকুড়ার যুবক

বছর বত্রিশের ওই তরুণী হাওড়ার বালির বাসিন্দা। তিনি বিবাহবিচ্ছিন্না। তাঁর দুই সন্তান আছে। তাঁর দাবি, গত বছর ফেসবুকে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল বাঁকুড়ার ঘটকপাড়ার এক যুবকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ১৬:২০
Share:

ধর্ষণের অভিযোগে গ্রেফতার। প্রতীকী চিত্র।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাস। তার পর একাধিক বার গর্ভপাত করানো। হাওড়ার ওই তরুণীর আনা ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল বাঁকুড়ার এক যুবককে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে।

Advertisement

বছর বত্রিশের ওই তরুণী হাওড়ার বালির বাসিন্দা। তিনি বিবাহবিচ্ছিন্না। তাঁর দুই সন্তান আছে। তাঁর দাবি, গত বছর ফেসবুকে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল বাঁকুড়ার ঘটকপাড়ার এক যুবকের। তা থেকে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ওই তরুণীর কথায়, তাঁরা দু’জন স্থির করেন বিয়ে করবেন। তরুণীর দাবি, গত বছর অগস্ট মাস থেকে উত্তরপাড়ার ভদ্রকালীর পানপাড়া এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তাঁরা। সেখানে দুই নাবালক সন্তানকে নিয়ে থাকতেন ওই তরুণী। তাঁর দাবি, ওই ফ্ল্যাটে মাঝেমাঝে আসতেন মানস। মহিলার আরও দাবি, ওই যুবকের পরিবারের উপস্থিতিতে বিয়ের কথা হয় তাঁদের। এমনকি তাঁরা ম্যারেজ রেজিস্ট্রারের কাছ থেকে ফর্মও তোলেন বলে জানিয়েছেন ওই তরুণী। তাঁর অভিযোগ, এর পর থেকে অদ্ভুত আচরণ শুরু করেন তাঁর প্রেমিক। কয়েক বার জোর করে তাঁর গর্ভপাত করানো হয় বলেও দাবি করেছেন ওই তরুণী।

গত ৪ মে ওই যুবকের পরিবারের লোকজন তাঁর গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করেন বলেও অভিযোগ ওই তরুণীর। এর পর গত ২০ মে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ওই যুবক এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বুধবার বাঁকুড়া থেকে অভিযুক্ত এবং তাঁর দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement