আবার হুগলিতে ডেঙ্গিতে মৃত্যু। — ফাইল চিত্র।
আবার ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল হুগলিতে। বুধবার সন্ধ্যায় উত্তরপাড়ার এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এর আগেও জ্বরে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয় ওই জেলায়। এই আবহে বাসিন্দাদের সচেতন হওয়ার বার্তা দিয়েছে উত্তরপাড়া পুরসভা।
উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষ (৫৩)-এর মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি সম্প্রতি জ্বরে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন স্বপন। তবে জ্বর না কমায় গত ৪ নভেম্বর উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৭ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে সেখানেও ক্রমশ তঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। আইসিইউ থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় ভেন্টিলেশনে। শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। স্বপনের ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে, ডেঙ্গি এবং মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু হয়েছে তাঁর।
এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে উত্তরপাড়ার ভদ্রকালী এলাকায়। ওই ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি বিশ্বাস বলেন, ‘‘উত্তরপাড়ার অন্যান্য ওয়ার্ডে ডেঙ্গি থাকলেও এই ওয়ার্ডে ছিল না। এই মৃত্যুর ঘটনা ভয় ধরিয়ে দিয়েছে।’’ পুরসভার বাসিন্দাদের সচেতন থাকার বার্তা দিয়েছেন তিনি। হুগলির ডেঙ্গি পরিস্থিতি আশঙ্কাজনক। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ৫ বছরের মধ্যে এই বছর হুগলিতে সবচেয়ে বেশি আক্রান্ত।