Weather Update

ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা সামান্য বাড়লেও সপ্তাহ শেষে শীত শীত ভাব ফেরার সম্ভাবনা

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিনের মধ্যে ঘূর্ণাবর্তের মেঘ সরে যাওয়ার ফলে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের শেষে রাজ্যে শীতের আমেজ অনুভূত হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১২:০৯
Share:

শীত শীত ভাব বাড়ার সম্ভাবনা রয়েছে, হাওয়া অফিস সূত্রে খবর। —ফাইল চিত্র।

বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। হাওয়া অফিস সূত্রের খবর, এই ঘূর্ণাবর্তের জেরে আকাশে মেঘের সঞ্চার হওয়ায় সামান্য তাপমাত্রা বেড়েছে রাজ্যে। বুধবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ২১.১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিনের মধ্যে মেঘ সরে যাওয়ার ফলে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। ফলে, উত্তুরে হাওয়ার প্রভাবে সপ্তাহ শেষে শীত শীত ভাব ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

Advertisement

হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনে তাপমাত্রা সামান্য কমলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement