প্রতিনিধিত্বমূলক ছবি।
কারখানায় কাজ করার সময় মৃত্যু ঘটল এক ঠিকা শ্রমিকের। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে হুগলির ডানকুনিতে একটি লোহার তার তৈরির কারখানায়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ঘটনার তদন্তও শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ডানকুনি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সাঁতরাপাড়ার একটি কারখানায় ওই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম মহম্মদ মহরম (৫৫)। তিনি বর্ধমানের বাসিন্দা। অনেক দিন ধরেই তিনি ডানকুনির এই লোহার তার তৈরির কারখানায় ঠিকা শ্রমিক হিসাবে কাজ করতেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কারখানায় কাজ চলাকালীন হঠাৎ লোহার তার তৈরির রোলিং মেশিনে জড়িয়ে যান মহম্মদ মহরম। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকেরা।
দুর্ঘটনার পর খবর দেওয়া হয় মহম্মদ মহরমের পরিবারের সদস্যদের। ডানকুনি পুরসভার স্থানীয় কাউন্সিলর গিয়ে কথা বলেন মৃতের সহকর্মীদের সঙ্গে। তাঁর পরিবারকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় তার ব্যবস্থা করা হবে আশ্বাস দিয়েছেন কাউন্সিলর।