arrest

কখনও পুলিশে, কখনও রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, হুগলিতে ধৃত ১

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাশ নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১৩:১৫
Share:

প্রতারণা-কাণ্ডের তদন্তে তারকেশ্বর থানা। নিজস্ব চিত্র

সরকারি চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার প্রতারণা। এই অভিযোগে হুগলির তারকেশ্বর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম পলাশ দে। তিনি ধনিয়াখালির বান্না এলাকার বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাশ নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছে। বছর দেড়েক আগে রেলে চাকরি দেওয়ার নাম করে ধনিয়াখালির নারায়ণপুর এলাকার এক যুবকের থেকে পলাশ দেড় লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। এর পর চাকরি না মেলায় টাকা ফেরত চান ওই যুবক। কিন্তু তার পর থেকে যোগাযোগ বন্ধ করে দেয় পলাশ। প্রতারিত যুবকও তাঁর বন্ধুদের সাহায্য নিয়ে ফাঁদ পাতেন। এক বন্ধুকে দিয়ে পলাশকে ফোন করান তিনি। বুধবার সকালে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড এলাকায় হাজির হয় পলাশ। অভিযোগ, সে কলকাতা ট্রাফিক পুলিশে চাকরি দেওয়ার নাম করে তিন লক্ষ টাকা চায়।

এর পরই পলাশকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও পলাশের দাবি, তারকেশ্বর থানার এক সিভিক ভলোন্টিয়ারের স্বামী ওই চক্রের পাণ্ডা। অভিজিৎ দে নামে ওই যুবককেও খুঁজছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement